(First aid) প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক সুরক্ষা:
প্রাথমিক চিকিৎসা কি?
কোনো দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার আগে জ্ঞান ও দক্ষতা দ্বারা আহত ব্যক্তির জীবন রক্ষা বা তাকে সাময়িক আরাম দেয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।
নির্দিষ্ট কোন ব্যক্তির শারীরিক অক্ষমতা, ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তির প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে অস্থায়ী চিকিৎসাবিশেষ। দুর্ঘটনাজনিত কোন কারণে আরো গুরুতর ক্ষতিগ্রস্ততা ও সঙ্কটাপন্ন হবার হাত থেকে রোগীকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে থাকে। এর ফলে ভূক্তভোগী ব্যক্তিকে অস্থায়ীভিত্তিতে নিরাপত্তা প্রদান করে উন্নত চিকিৎসার জন্যে হাসপাতালে প্রেরণ করা হয়। ফলশ্রুতিতে ডাক্তার বা নার্স প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা করে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে নিজ গৃহে প্রত্যাবর্তন কিংবা অন্য কোন বিশেষায়িত হাসপাতালে দ্রুত প্রেরণের সঠিক নির্দেশনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকেন।
| প্রতিবছর সেপ্টেম্বর এর দ্বিতীয় শনিবার করে পালিত হয় প্রাথমিক চিকিৎসা দিবস বা first aid day। এই দিনের মতো প্রতিদিনই অসুস্থ বা দুর্ঘটনার কবল থেকে সচেতন থাকুন, সুস্থ সুন্দর জীবন যাপনে প্রতিজ্ঞা করুন। |
ফার্স্ট এইড বক্স কী? ফার্স্ট এইড বক্স হলো একটি বহনযোগ্য বক্স। এতে অনেক কিছুই থাকতে পারে। যেগুলো নিয়ে প্রাথমিকভাবে ছোটখাটো দুর্ঘটনার মোকাবিলা করা যাবে। যাতে একজন মানুষ কোনোভাবে আহত বা হঠাৎ করে অসুস্থ হলে তাকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। কিছু সরঞ্জাম ব্যবহার করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, ঠিক এখন কী করতে হবে রোগীর জন্য। আবার কিছু থাকে যা দিয়ে প্রাথমিকভাবে অবস্থা সামাল দিয়ে কিছু সময় পাওয়া যায়, যেটা ব্যবহার করে দুর্ঘটনায় পড়া মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায়।
প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্যে তেমন কোন বড় দামী যন্ত্রপাতি বা চিকিৎসা উপকরণের প্রয়োজন পড়ে না। তাই যে-কোন স্থানে ও সময়ে দুর্ঘটনা ঘটলেই তখন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া সহজলভ্য হয়ে পড়ে। এক্ষেত্রে জরুরী চিকিৎসা কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার উপর আগ্রহী ব্যাক্তিদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এরফলে প্রশিক্ষণ গ্রহণকারী ব্যক্তি নির্দিষ্ট স্থানে তথ্য প্রেরণ করেন ও অ্যাম্বুলেন্স আসার পূর্ব পর্যন্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন।
প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কি:
- প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য হল আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে সাময়িক আরাম প্রদান করা। আহত ব্যক্তির জীবন রক্ষায় সহায়তা করা, যাতে রোগীর অবস্থা খারাপের দিকে না যায় সে জন্যই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে আহত ব্যক্তির অবস্থার উন্নতি করে তাকে সাময়িক আরাম দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে নেওয়ার আগে নিজের জ্ঞান ও দক্ষতা দ্বারা তাকে সাময়িকভাবে সেবা প্রদান করাই প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য।
- বিপদাপন্ন ব্যক্তির জীবনকে সংরক্ষণ করা। তাকে সমূহ মৃত্যুর সম্ভাবনা থেকে দূরে সরিয়ে রাখা।
- আরোও আঘাতপ্রাপ্তি থেকে রক্ষা করা। ভূক্তভোগী ব্যক্তির আঘাত যাতে আরো দ্রুত ছড়িয়ে না পড়ে বা আরো গুরুতর পর্যায়ের দিকে অগ্রসর না হয় সেদিকে নজর রাখা। রক্তপাত বন্ধ করার দ্রুত পদক্ষেপ নেয়া।
- উদ্দীপনা জাগিয়ে তুলে ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে প্রেরণ না করা। আঘাতপ্রাপ্তি তেমন গুরুতর নয় এ বিষয়টি ব্যক্তির অন্তঃমনে প্রবেশ করানো। আরোগ্য লাভের জন্যে ব্যান্ডেজ বা প্লাস্টার প্রয়োগের ন্যায় সাধারণ চিকিৎসা সেবাই অনেকাংশে মূল চিকিৎসায় রূপান্তরিত হতে পারে।
- ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার মূল উদ্দেশ্য হলো তাৎক্ষণিক ত্বরিত ব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কমিয়ে আনা। এ জন্য ফার্স্ট এইড বক্সের কিছু উপকরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও প্রয়োজন। আমাদের দেশে ফার্স্ট এইড বক্স পরিচিত হলেও প্রশিক্ষণ বা সেই জরুরি মুহূর্তে করণীয় বিষয়গুলো খুব একটা পরিচিত নয়। যেকোনো পরিস্থিতিতে আমরা উপস্থিত বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা নিয়ে থাকি। তা কখনো কখনো সুফল বয়ে আনে বা কারও জীবন রক্ষা করতে সহায়তা করে। কিন্তু প্রাথমিক চিকিৎসা বিষয়ে কারও ভালো জ্ঞান বা প্রশিক্ষণ থাকলে সে দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে কোনো অসুস্থতা বা আঘাতের পর করণীয় ঠিক করতে পারে; যা জীবন রক্ষা করতে পারে। বাড়িতে একটি ফার্স্ট এইড বক্স থাকলে তা কাজেই লাগবে।
আরো দেখুন ...
প্রাথমিক চিকিৎসা টুলস এর ব্যবহার
বিভিন্ন দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা
বাচ্চাদের বিভিন্ন দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা
প্রাথমিক চিকিৎসাই ABC এবং CPR কি?
কেটে গেলে প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন?
কারেন্টের শক লাগলে কিভাবে প্রাথমিক চিকিৎসা করবেন?
বজ্রাঘাতে আহতদের প্রাথমিক চিকিৎসা
মাথায় আঘাত পেলে প্রাথমিক চিকিৎসা কী?
আগ্রহী ব্যক্তির প্রশিক্ষণ:
আগ্রহী ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার উপর খুবই উঁচুমানের প্রশিক্ষণ দেয়া হয়। সাধারণতঃ প্রশিক্ষণ পর্বটি অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক ব্যক্তিত্ব কর্তৃক পরিচালিত হয়ে থাকে। প্রশিক্ষণের মান, সময়সীমা দেশে-দেশে ভিন্ন হতে পারে। যুক্তরাজ্যে একদিনের জন্যে প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণমালা প্রদান করা হয় এবং কার্যস্থলে চার দিনব্যাপী প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণে আঘাতপ্রাপ্তি থেকে আত্মরক্ষা, প্রয়োজনীয় নিরাপত্তা এবং চিকিৎসা প্রদানের ধাপসমূহ অন্তর্ভুক্ত থাকে।
তথ্যসূত্র:
- ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, প্রথম আলো।
- হুমায়রা বেগম, সিনিয়র শিক্ষক, লিটল স্টারস প্রিপারেটরি স্কুল, পল্লবী, ঢাকা, যুগান্তর।
- উইকিপিডিয়া।
- Edited: Natural_Healing.
কোন মন্তব্য নেই