First Aid Present

Lifestyle Modification এবং প্রাকৃতিক খাদ্য, পানীয়, শাকসবজি, গাছ, ডালপালা, ফল, মসলা, পাতা ও ফুল ইত্যাদির দ্বারা প্রাথমিক চিকিৎসা।

ভিটামিন A এর আধিক্য শরীরে যেসব ক্ষতি করে

ভিটামিন এ এর আধিক্য:

আমরা সাধারণত যে খাবার গ্রহণ করি তা থেকেই এই ভিটামিনের চাহিদা অনেকটা পূরণ হয়ে যায়। প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন ‘এ’ গ্রহণ করা উচিত নয়। 

অতিরিক্ত ভিটামিন ‘এ’

  • শারীরিক বৃদ্ধির বা শরীরের বিকাশে খারাপ প্রভাব ফেলে,
  • মাংসপেশি শিথিল হয়ে যায়,
  • লোহিত রক্ত কনিকা ধ্বংস হওয়া বা উৎপাদনে ব্যঘাত ঘটা,
  • মাসিক রজঃ স্রাব বন্ধ হয়ে যায়,
  • লিভারের সমস্যা দেখা দেয়া, 
  • ত্বক খসখসে হয়ে যাওয়া,
  • মথা ব্যথা এবং 
  • জন্ডিস সহ এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে।

মানব দেহে ভিটামিন ‘এ’ র প্রয়োজন আছে। তবে তা শরীরের দরকারের মাত্রা অনুযায়ী। শিশু, মহিলা, পুরুষ সকলের শরীরের প্রয়োজন অনুযায়ী ভিটামিন ‘এ’ র যোগান থাকা উচিত।

তথ্যসূত্র:

  • উইকিপিডিয়া। 
  • কালের কন্ঠ। 
  • যুগান্তর।
  • এনটিভি।
  • Edited: Natural _Healing.

কোন মন্তব্য নেই

Popular Post

Blogger দ্বারা পরিচালিত.