First Aid Present

Lifestyle Modification এবং প্রাকৃতিক খাদ্য, পানীয়, শাকসবজি, গাছ, ডালপালা, ফল, মসলা, পাতা ও ফুল ইত্যাদির দ্বারা প্রাথমিক চিকিৎসা।

রূপচর্চায় চা & লেবুর 'ব্যবহার' কিভাবে?

রূপচর্চায় ভেষজ উপাদান হিসেবে চায়ের ব্যবহার বহু পুরোনো। ক্লিনজার থেকে শুরু করে টোনার, স্ক্রাবার, ফেসপ্যাকসহ রূপচর্চার অনেক কিছুই তৈরি করা যায় চা দিয়ে। কারণ চায়ে রয়েছে ত্বকের জন্য উপকারী নানা রকম উপাদান। 

যেমন ব্ল্যাক টিতে পাওয়া যায় ভিটামিন সি, ই, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিংক, ট্যানিন ও পলিফেনল। 

আবার গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল, ট্যানিন ও ফ্লোরাইড। 

এই উপাদানগুলো ত্বকের পুনর্গঠনে দারুণ কাজ করে। ফলে বলিরেখা, বয়সের ছাপ ইত্যাদি সমস্যা থেকে দূরে থাকে ত্বক। চোখের ক্লান্তির ছাপ কাটাতে ভেজা টি-ব্যাগ চোখের ওপর রাখলে ভালো ফল হয়। ত্বকে আঁচিলের সমস্যা দেখা দিলে চা-গাছের তেল প্রতিদিন ফোঁটা ফোঁটা করে আঁচিলের ওপর লাগাতে হবে।

ক্লিনজার হিসেবে চা এর ব্যবহার:

গ্রিন টিকে ক্লিনজার হিসেবে সহজেই ব্যবহার করা যায়। এক টেবিল চামচ সাধারণ ক্লিনজারের সঙ্গে এক টেবিল চামচ গ্রিন টি মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে মাখিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। ত্বকে জমে থাকা ধুলো-ময়লা, ঘাম, তেল পরিষ্কার হয়ে যাবে। আর্দ্রতার ভারসাম্যও বজায় থাকবে।

স্ক্রাবার হিসেবে চা এর ব্যবহার:

স্ক্রাবার হিসেবেও চা ভীষণ উপযোগী। এক টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ চালের গুঁড়া, এক টেবিল চামচ কাঠ বাদামের গুঁড়া, পরিমাণমতো গ্রিন টি ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। গ্রিন টি না থাকলে ব্ল্যাক টিও চলবে। মিশ্রণটি মুখে ও গলায় শুকিয়ে যাওয়া পর্যন্ত মাখিয়ে রাখতে হবে। তারপর ঘষে ঘষে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকের মরা কোষ দূর করে কালো দাগ ও ছোপ হালকা করে। ত্বককে করে কোমল, মসৃণ ও উজ্জ্বল।

ফেসপ্যাক তৈরিতে ব্যবহার করতে পারেন চা:

সপ্তাহে নিয়ম করে তিন দিন এই স্ক্রাবার ব্যবহার করলে ত্বকের বলিরেখাও আস্তে আস্তে দূর হতে শুরু করে।

এক টেবিল চামচ বেসন, একটা ডিমের সাদা অংশ, এক চা–চামচ মধু, এক চা–চামচ কাঠবাদামের গুঁড়ার সঙ্গে পরিমাণমতো চায়ের লিকার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট মুখে ও গলায় মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে আলতো ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ঔজ্জ্বল্য বাড়িয়ে আপনার ত্বককে দেবে প্রাকৃতিক দীপ্তি।

ত্বকের দাগ দূর করতে লেবুর ফেসপ্যাক:

ভিটামিন সি সমৃদ্ধ লেবু শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, পাশাপাশি ত্বকের নানা সমস্যারও সমাধান করে। হাইপারপিগমেন্টেশন, ব্রণ, ট্যান,বলিরেখা কমাতে লেবু দুর্দান্ত কার্যকর। তবে লেবুর রস সরাসরি মুখে লাগালে ত্বক মারাত্মক জ্বালা করতে পারে, তাই কোনও কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

মধুর সঙ্গে লেবু : এক টেবিল চামচ পানিতে এক চা চামচ লেবুর রস মেশান। এতে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান ভাল করে। ১৫-২০ মিনিট রাখার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বককে নরম ও উজ্জ্বল করে তুলবে।

হলুদের সঙ্গে লেবু: এক টেবিল চামচ পানিতে অর্ধেক লেবুর রস মেশান। এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মধু মেশান। মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের দাগছোপ, ব্রণ এবং আরও অনেক সমস্যা দূর করবে।

বেসনের সঙ্গে লেবু: এক টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ পানি, এক টেবিল চামচ বেসন, এক চা চামচ মধু ভালোভাবে মেশান। সমানভাবে পুরো মুখে লাগিয়ে শুকোতে দিন। তার পর ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ট্যান কমাতে সাহায্য করবে।

অ্যালোভেরার সঙ্গে লেবু: অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে ব্লেন্ড করে নিন ভাল ভাবে। এতে অর্ধেক লেবুর রস এবং এক চা চামচ মধু মিশিয়ে মুখে মেখে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের বলিরেখা প্রতিরোধ করে তারুণ্যতা ধরে রাখে।

কলার সঙ্গে লেবু: অর্ধেক পাকা কলা চটকে নিন, তাতে এক টেবিল চামচ পানি মেশানো লেবুর রস এবং এক চা চামচ মধু দিয়ে মিশ্রিত করুন। ফেস প্যাকটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও মসৃণ করে তোলে এই ফেস প্যাক।

তথ্যসূত্র:

  • প্রথম আলো।
  • সমকাল।
  • Edited: Natural_Healing.

কোন মন্তব্য নেই

Popular Post

Blogger দ্বারা পরিচালিত.