কত কাজে লাগে লবণ!
লবণ ছাড়া খাবারের কথা ভাবাই যায় না। কিন্তু লবণ শুধু খাবারের স্বাদ ও গুণই বাড়ায় না। আরও অনেক কাজেই লাগে। নিত্যপ্রয়োজনীয় এই জিনিসটি যে আরও কত কাজে লাগে তা আমরা হয়তো অনেকেই জানি না। লবণের কিছু ব্যবহার জেনে নেওয়া যাক।
শাকসবজি ধোয়া:শাকসবজি পরিষ্কার করতে লবণ খুবই কার্যকর। পানিতে লবণ মিশিয়ে ধুলে সহজেই শাকসবজি ময়লা চলে যায়। একেবারে সতেজ হয়ে ওঠে।
কৃত্রিম ফুল ও পাতা পরিষ্কার:
ঘর সাজাতে আমরা অনেকেই কৃত্রিম ফুল ও পাতা ব্যবহার করি। পানি দিয়ে ধুলে অনেক সময় এগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। একটি ব্যাগের ভেতর এক কাপ লবণ ও ফুল, পাতা রেখে ভালো করে ঝাঁকালে তা পরিষ্কার হয়ে যায়। লবণ সব নোংরা, ধুলা দূর করে দেয়।
ফল ও সবজির দাগ দূর করা:
ফল ও শাকসবজির গায়ের দাগ দূর করতে লবণ খুবই কাজে দেয়। লবণ ও পানি হাতে নিয়ে ফলের ওপর ঘষলে অবাঞ্ছিত দাগ চলে যায়।
ধাতু পরিষ্কার:
লবণ এবং পোড়ানো কয়লা মিশিয়ে ঘষলে তামা, পিতল, রুপার মতো ধাতু পরিষ্কার ও উজ্জ্বল হয়ে ওঠে।
কাঠ পরিষ্কার:
গরম পানিতে লবণ মিশিয়ে প্রথমে আসবাবপত্র ঘষুন। পরে শুকনো কাপড় দিয়ে মুছলে আসবাবপত্র পরিষ্কার হয়ে ওঠে।
পিঁপড়া দূর করা:
রান্নাঘরের নর্দমা ও আশপাশের এলাকায় লবণ ছড়িয়ে রাখলে পিঁপড়া আসে না।
গাছের আগাছা দূর করা:
গাছে অযথা জন্মানো আগাছা দূর করতেও লবণের জুড়ি নেই। একমুঠো লবণ নিয়ে আগাছায় ছড়িয়ে দিলে সেগুলো সহজেই টেনে তোলা যায়। সেখানে আর আগাছা জন্মায় না।
দুধ ভালো রাখা:
সামান্য লবণ মিশিয়ে দিলে দুধ আর নষ্ট হয় না।
দুর্গন্ধ দূর করা:
জুতো, শৌচাগার, ঘরের তাক ও আলমারিতে ছোট এক প্যাকেট লবণ রেখে দিলে পুরোনো বা বাসি গন্ধ দূর হয়ে যায়।
দাঁত শক্ত করা:
প্রতিদিনের ব্যবহৃত টুথপেস্টের সঙ্গে লবণ ও সরিষার তেল মিশিয়ে দাঁত মাজলে ও মাড়ি মালিশ করলে দাঁত শক্ত হয়। এতে দাঁতের কোনো রোগ হয় না। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
মাথার খুশকি দূর করুন:
শুষ্ক ও তৈলাক্ত—দুটো ত্বকেরই খুশকি দূর করায় লবণ বেশ উপকারী। এটি স্ক্রাব হিসেবে মাথার তালুতে ব্যবহার করুন। কারণ খুশকি একেবারে দূর করতে চাইলে মাথা ধুয়ে পরিষ্কার করা ছাড়াও ত্বকের মরা কোষ দূর করা জরুরি।
লবণ দিয়ে কীভাবে মাথার তালুর খুশকি দূর করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিতে পারেন।
যা যা লাগবে-
লবণ ও মাইল্ড শ্যাম্পু।
যেভাবে ব্যবহার করবেন-
প্রথমে চুল ও মাথার তালু পানি দিয়ে ভিজিয়ে নিন। এবার হাতে সামান্য শ্যাম্পু নিয়ে এর মধ্যে লবণ মিশিয়ে মাথার তালুতে হালকাভাবে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। পুরো চুলে লবণ না লাগানোই ভালো। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন। দেখবেন, খুশকি একেবারে দূর হয়ে যাবে। আপনি যদি চান খুশকি বারবার ফিরে না আসুক, তাহলে প্রতি সপ্তাহে একদিন লবণ দিয়ে মাথার তালুতে স্ক্রাবিং করুন।
তথ্যসূত্র:
- প্রথম আলো।
- এনটিভি।
- Edited: Natural_Healing.
কোন মন্তব্য নেই