First Aid Present

Lifestyle Modification এবং প্রাকৃতিক খাদ্য, পানীয়, শাকসবজি, গাছ, ডালপালা, ফল, মসলা, পাতা ও ফুল ইত্যাদির দ্বারা প্রাথমিক চিকিৎসা।

প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারের লক্ষণ

ফুসফুসের ক্যান্সারের পর পুরুষরা সবচেয়ে বেশি যে ক্যান্সারে আক্রান্ত হন, সেটা হলো প্রস্টেট ক্যান্সার। এমনিতে এই ক্যান্সার প্রাথমিক স্তরে ধরা পড়লে প্রাণহানির কোনো শংকা থাকে না। চিকিৎসার পর সুস্থ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকার ইতিহাস প্রচুর। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যান্সারের লক্ষণগুলো ধরা পড়ে না। যখন সমস্যা মারাত্মক আকার ধারণ করে ও রোগ নির্ণয় করা হয়, তখন রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

ইউরোলজিস্টদের মতে, পুরুষদের বয়স ৫০ পার হওয়ার পর এই অসুখের শঙ্কা বাড়ে। পিএসএ টেস্ট বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট করে এই রোগ নির্ণয় করা হয়। সাধারণত রক্তে পিএসএ-র মাত্রা ১ থেকে ৪-এর মধ্যেই থাকে। অনেক সময় পরীক্ষা করে দেখা যায় কারও কারও রক্তে পিএসএর মাত্রা চারের বেশি রয়েছে। এই মাত্রা ৪ ছাড়ালেই অসুখ বাসা বেঁধেছে ধরে নেওয়ার কোনো কারণ নেই। বরং নিশ্চিত হতে ডিজিটাল রেক্টাল টেস্ট করাতে হয়। তাতে যদি কোনো রকম স্ফীতি বা ফোলা লক্ষ করা যায়, তাহলে বায়োপসি করানো হয়।’

জেনে নিন কিছু উপসর্গ :

► হঠাৎই প্রস্রাবের গতি কমে এলে সচেতন হোন। মূত্রনালীর সংক্রমণ থেকে এই জাতীয় সমস্যা কিনা সেটা পরীক্ষা করান। রিপোর্টে তেমন কিছু না পেলে অবশ্যই চিকিৎসকের শরণ নিন।

► প্রস্রাবের সময় কোনো প্রকার জ্বালা, রক্তপাত বা ব্যথা টের পেলে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে দেখে নিন সেগুলো কোনো সংক্রমণের কারণে হচ্ছে কি না। নাহলে অবশ্যই সতর্ক হতে হবে।

► এই অসুখে তলপেটের সঙ্গে কোমর-মেরুদণ্ডেও ব্যথা হয়। তাই তেমন উপসর্গ দেখা দিলে সতর্ক হোন।

► অনেক সময় এই অসুখ দানা বাঁধলে সঙ্গমের সময় বীর্যের সঙ্গে রক্তপাত হয়। কখনও প্রস্রাব বন্ধ হয়ে যায়। ঠিক কী কারণে এমনটা হলো, খতিয়ে দেখা প্রয়োজন। তাই চিকিৎসকের শরণ নিন।

► প্রস্রাবের রং খেয়াল করুন। তা স্বাভাবিকের চেয়ে গাঢ় রঙের বা লালচে আভাযুক্ত হলে এবং তলপেটে ব্যথা হলে সচেতন হওয়া জরুরি। এটি প্রস্টেট ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ।

কী করবেন?

এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকরে পরামর্শ নিতে হবে।  

তথ্যসূত্র:

  • মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ড. সোরোস রাইস বাহরামি,
  • জি নিউজ> যুগান্তর।
  • কালের কণ্ঠ।
  • Edited: Natural_Healing.

কোন মন্তব্য নেই

Popular Post

Blogger দ্বারা পরিচালিত.